চরফ্যাশন উপজেলার পশ্চিমে - তেতুলিয়া নদী, এ নদীতে অনেক ইলিশ মাছ ধরা পড়ে। এ নদীর ইলিশ মাছ অনেক স্বাদযুক্ত। চরফ্যাশন উপজেলার পূর্বে - মেঘনা নদী, সবচেয়ে বেশী ইলিশ মাছ ধরা পড়ে এ নদীতে, এ নদীর ইলিশ মাছও অনেক স্বাদযুক্ত। এবং চরফ্যাশন উপজেলার দক্ষিণে – বঙ্গোপসাগর অবস্থিত হওয়ার কারনে ভোলা জেলায় বন্যা বেশী স্থায়ী হয়না।
এ ছাড়াও বুড়াগৌড়াঙ্গ, পাংগাশিয়া, মায়া, বেতুয়া ইত্যাদি নদী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস