প্রশ্ন : নামজারী ও জমাভাগ কেসের ডুপ্লিকেট পর্চা কিভাবে পাবো ?
আবেদনকারী কর্তৃক থানায় জিডি কপিসহ আবেদনপত্র জমা দিবেন। সংশ্লিষ্ট কর্মচারী ডুপ্লিকেট চর্চা প্রদান সংকান্ত রেজিষ্টারে তা অন্র্তভূক্ত করবেন। অত:পর পর্চা তৈরির জন্য ইউএলও এর বরাবারে প্রেরণ করা হবে। ইউএলও একদিরে মধ্যে পর্চা তৈরি করবেন এবং অফিস সহকারী তা পরীক্ষা করে এসিল্যান্ড এর নিকট প্রেরণ করলে তিনি তা স্বাক্ষর করবেন। সবশেষে অফিস সহকারী তা নামজারী মোকাদ্দমার নথিতে সংরক্ষন করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস