প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রয়েছে। এই অফিস জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারএবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এরঅধীন পরিচালিত।উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন এবং স্থানীয় পর্যায়ে উপজেলা পরিষদের কাজে সহায়তা করেন।
দপ্তরপ্রধানের পদবী: উপজেলা নির্বাহী অফিসার
কার্যক্রম:
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উল্লেখযোগ্য কাজ হলো কেন্দ্রীয় সরকারের সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় সাধন করা। এছাড়া তিনি সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন, ফৌজদারি প্রশাসন ও উন্নয়ন প্রশাসন বিষয়ে দায়িত্ব পালন করেন। অন্যান্য দায়িত্ব হলোঃ
০১। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি করণ
০২। সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন।
০৩। সরকারের উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন।
০৪। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্ত্ততি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
০৫। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।
০৬। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন।
০৭। আশ্রয়ণ প্রকল্ল, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও তাদের বাস্তবায়ন।
০৮। অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়নে সংস্থানকরণ।
০৯। আবাসন বাসীদের ঋণপ্রদান ও তাদেরকে স্বাবলম্বী করণ।
১০। উপজাতিয়দের ঋণ প্রদান তাদেরকে স্বাবলম্বী করণ।
১১। মাধ্যমিক বিদ্যালয়/ প্রাথমিক বিদ্যালয়/ মাদ্রাসা পরিদর্শণ ও তাদের শিক্ষার মান উন্নয়ন করণ।
১২। প্রাথমিক বিদ্যালয় মেরামত/সংস্কার ও আসবাবপত্র প্রদান।
১৩। স্থানীয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করণ।
১৪। ইউনিয়ন পরিষদে ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন পরিকল্পনা।
১৫। ভূমি উন্নয়ন কর আদায়।
১৬। ঝাটকা ধরা বন্ধ করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা।
১৭। কাজের বিনিময় খাদ্য কর্মসূচী
১৮। দূর্যোগকালীন ত্রাণ সামগ্রী বিতরণ ও ভিজিডি, ভিজিএফ, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়ন।
১৯। সাধারণ অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি।
২০। রাস্তা, ব্রীজ, কালভার্ট, ইনলেট নির্মাণ ও সংস্কার।
২১। উপজেলার বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগীয় কার্যক্রম বাস্তবায়ন।
২২। সকল প্রকার পাবলিক পরীক্ষা পরিচালনা।
২৩। খনিজ সম্পদ রক্ষণাবেক্ষণ।
২৪। পতিত জলমহাল বেকারদের মধ্যে ইজারা প্রদান।
২৫। বেকার যুবকদের কর্মসংস্থান।
২৬। বয়স্কভাতা প্রদান
২৭। বিধবা ভাতা প্রদান।
২৮। প্রতিবন্ধীদের ভাতা প্রদান।
২৯। দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান।
৩০। সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠান উদযাপন।
৩১। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা করা।
৩২। সাইক্লোন সেন্টার স্থাপন ।
৩৩। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানি ভাতা এবং মহল্লাদের বেতন ভাতা প্রদান।
৩৪। প্রচলিত আইন মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা।
৩৫। স্থানীয় সংস্কৃতি উন্নয়ন।
৩৬। খেলা ধুলার মান উন্নয়ন।
৩৭। সামাজিক সম্প্রীতি বজায় রাখা।
৩৮। কৃষি উন্নয়ন।
৩৯। সারের ডিলার নিয়োগ ও সার বিতরণ নিশ্চিত করণ।
৪০। সমবায় সমিতি গঠন ও ঋণদান।
৪১। আবশ্যক ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী।
৪২। উপজেলা উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিলের তদারকি করণ।
৪৩। উপজলা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে সহায়তা করণ।
৪৪। বিভিন্ন বিভাগের কর্মকান্ডের সমন্বয় সাধন।
৪৫। প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৪৬। বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনা করা।
৪৭। সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পঃ আদর্শগ্রাম, আশ্রয়ণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা।
৪৮। জেনারেল সার্টিফিকেট মোকদ্দমা পরিচালনা করা।
৪৯। হাট-বাজার ব্যবস্থাপনা করা।
৫০। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন।
৫১। বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার কার্যক্রমের প্রত্যয়নপত্র প্রদান।
৫২। থোক বরাদ্দ/বিশেষ অনুদানের টাকা বিতরণ।
৫৩। ভোটার তালিকা প্রণয়ন।
54। স্কাউটিং এর উৎসাহ ও উদ্দীপনা প্রদান
৫৫। খাদ্যশস্য সংগ্রহ
৫৬। আদমশুমারি
৫৭। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা
৫৮। সরকারের নতুন কর্মসূচী সম্পর্কে জনগণকে জানানো
৫৯। সামাজিক সমস্যা দূরীকরণে জনগণকে উদ্বুদ্ধকরণ (যৌতুক, বাল্যবিবাহ)
৬০। KPI সম্পর্কে জনগণের নিরাপত্তা
৬১। খাস জমি বন্দোবস্তের প্রক্রিয়াকরণ
৬২। অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা
উপরোক্ত কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অধীনেঅফিস সুপার, সিএ, অফিস সহকারী ও এমএলএসএসগণ দায়িত্ব পালন করেন ও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস