Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগঃ

লঞ্চ পথে-

ঢাকা সদরঘাট থেকে ঢাকা-চরফ্যাশন লঞ্চে বেতুয়া বা ঘোষেরহাট লঞ্চঘাট নেমে উপজেলা কার্যালয়ে আসতে হবে। চরফ্যাশন শহর হতে রিক্সা/ভ্যানযোগে যাতায়াতের সুযোগ আছে এবং প্রত্যেক ইউনিয়ন থেকে রিক্সা,মটর সাইকেল, ভ্যান, বাস গাড়ি, অটো রিক্সার মাধ্যমে যাতায়াত করা যায়।

সড়ক পথে-

ঢাকা থেকে ঢাকা-গুলিস্তান/যাত্রাবাড়ি/ফার্মগেইট জাতীয় মহাসড়কে হয়ে লক্ষ্মীপুর। লক্ষ্মী পুর থেকে সি.এন.জি/অটোরিক্সা/বাইক যোগে মজুচৌধুরীর হাট। মজুচৌধুরীর হাট থেকে বাস/অটো/সি.এন.সি/মাহেন্দ্রা/ট্যাক্সি যোগে মোস্তফাকামাল বাস স্টান্ড। ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট থেকে বরিশাল। বরিশাল থেকে স্প্রীড বোর্ড অথবা লঞ্চ অথাব বাস যোগে ভোলা। ভোলা থেকে বাস/অটো/সি.এন.সি/মাহেন্দ্রা/ট্যাক্সি যোগে বোরহাউদ্দিন উপজেলা। নদী পথে- সদরঘাট থেকে সরাসরি বোরহাউদ্দিন লঞ্চ অথবা ভোলা লঞ্চ যোগে আসাযায়। দূরত্ব ১৯৫ কিলোমিটার। যাত্রাসময় প্রায় ৮ ঘন্টা। বোরহাউদ্দিন পর্যন্ত লঞ্চ : ১.ফারহান-০৪২. টিপু-০৫ গাজী ৩. টিপু-২ বিঃদ্রঃ-রেল পথে চরফ্যাসন উপজেলা পরিষদ এর সাথে সরাসরি কোন যোগাযোগ নাই।