ইহা তাবলীগি মার্কাজ মসজিদ। এখান থেকে চরফ্যাশন উপজেলার তাবলীগের সাথীরা দেশের এবং বিদেশের বিভিন্ন স্থানে জামাত নিয়ে যায়। একমাত্র আল্লাহ্তালার রাজীখুশীর জন্য এবং নিজে দ্বীন শিক্ষা করার জন্য ও অন্য মানুষকে আখেরাতমুখী করা। এ মসজিদে প্রতি বৃহস্পতিবার মাগরিববাদ ঈমান ও আমলের গুরুত্বপূর্ণ বয়ান করা হয় এবং শবগুজারী করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস